শিশুর যত্ন

জন্মের পর নবজাতকের যত্নে করণীয়

নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ পান করাতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মের পরপর যত দ্রুত সম্ভব, এমনকি মায়ের গর্ভফুল প্রসব হওয়ার আগেই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে। শিশুর জন্মের পরপরই প্রথম এক থেকে দুই দিন বুকের দুধ ভালোমতো আসে না।

নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করুন

  • প্রসবের সাথে সাথেই পরিস্কার শুকনা নরম কাপড় দিয়ে নবজাতককে মুছিয়ে, আরেকটি শুকনো পরিষ্কার নরম কাপড়ে মুড়িয়ে মায়ের কোলে দিন।
  • গর্ভফুল পড়ার অপেক্ষা না করে নবজাতককে জন্মের সাথে সাথেই (১ ঘণ্টার মধ্যে) শুধু মায়ের দুধ খাওয়ানো শুরু করুন । মায়ের দুধ ছাড়া নবজাতককে অন্য কোনো কিছুই (যেমন – মধু, পানি, চিনির পানি) খাওয়াবেন না, কারণ এগুলো নবজাতকের জন্য ক্ষতিকর।
  • নবজাতককে গরম রাখুন ও জন্মের পর ৭২ ঘণ্টার আগে গোসল করাবেন না, কারণ গোসল করালে নবজাতকের ঠান্ডা লেগে যেতে পারে।
  • নবজাতক স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে কিনা তা খেয়াল করুন।
  • নবজাতকের নাভির যত্ন নিন । নাভির গোড়ায় কোনোকিছু লাগাবেন না।
  • কম ওজন নিয়ে জন্মানো ও স্বাভাবিক সময়ের পূর্বে জন্মানো নবজাতকের বিশেষ যত্ন নিন , যেমন – দুধ টেনে খেতে না পারলে মায়ের দুধ চেপে বের করে খাওয়াতে হবে, মায়ের বুকে রেখে গরম রাখতে হবে।
  • নবজাতকের ত্বক ও চোখের সঠিক যত্ন নিন।
  • নবজাতকের যেকোনো বিপদচিহ্ন দেখামাত্রই দ্রুত প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকমীর কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে নিন।

নবজাতককে মোছানোর পদ্ধতি

নবজাতককে মোছানোর পদ্ধতি
নবজাতককে মোছানোর পদ্ধতি
  • পরিষ্কার জীবাণুমুক্ত এবং নরম বড় সুতি কাপড়ের উপর নবজাতককে নিন।
  • প্রথমে কাপড়টি দিয়ে নবজাতকের সারা শরীর জড়িয়ে ফেলুন।
  • এরপর কাপড় দিয়ে প্রথমেই নবজাতকের মাথা হালকা চাপ দিয়ে দিয়ে মুছে ফেলুন।
  • নবজাতকের গলা, ঘাড় ও কাঁধ একইভাবে মুছে ফেলুন। তারপর নবজাতকের বুক, পেট ও হাত ভালোভাবে মুছে ফেলুন।
  • এরপর আলতোভাবে মেরুদণ্ড ও পিঠে চাপ দিয়ে দিয়ে নবজাতকের পিঠ মুছে ফেলুন।
  • অতঃপর নবজাতকের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ভালোভাবে মুছে ফেলুন।
  • একই নিয়মে মাথা থেকে পা পর্যন্ত আরো কয়েকবার মুছে ফেলুন।
  • মোছানো ভালোভাবে শেষ হলে কাপড়টি ফেলে দিন।

নবজাতককে মোড়ানোর পদ্ধতি

নবজাতককে মোড়ানোর পদ্ধতি
নবজাতককে মোড়ানোর পদ্ধতি
  • উন্নতমানের নরম, শুকনো ও পরিস্কার তোয়ালের উপর নবজাতককে শুইয়ে দিন।
  • লক্ষ্য রাখুন যেন তোয়ালের কিছু অংশ নবজাতকের মাথার উপরের দিকে ও কিছু অংশ নবজাতকের পায়ের নিচের দিকে বাড়তি থাকে।
  • প্রথমে মাথার উপরের দিকের তোয়ালের বাড়তি অংশ দিয়ে নবজাতকের মাথা কপাল পর্যন্ত ঢেকে নিন । তারপর
  • তোয়ালের উপরের দুই কোনা টেনে নবজাতকের দুই কাঁধ ঢেকে দিন।
  • এবার নবজাতকের পায়ের দিকের তোয়ালের বাড়তি অংশ দিয়ে পা গুলো চমৎকারভাবে ঢেকে দিন।
  • এরপর নবজাতকের শরীরের দুই পাশের বাড়তি তোয়ালে দিয়ে বুক ও পেট ভালোভাবে ঢেকে দিন।
  • পুরোপুরি মোড়ানোর পর নবজাতককে গরম রাখার জন্য মায়ের বুকে দিন।
  • মায়ের বুকে দেওয়ার পরপরই নবজাতককে শালদুধ খাওয়াতে সহায়তা করুন।
Back to top button