শিশুর যত্ন

শিশুর ফিডার পরিষ্কারের নিয়ম

অপরিষ্কার ফিডার ও নিপলের মাধ্যমে ছড়াতে পারে ডায়রিয়াসহ নানা রকম পেটের পীড়া। তাই শিশুর জন্য ব্যবহৃত ফিডার বা বোতল, নিপল, চামচ ইত্যাদি সব গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে সঠিকভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিন। এ ছাড়া আরও কী করবেন জেনে নিন।

শিশুর আরাম হয় এমনভাবেই শিশুকে রেখে ফিডারে দুধ খাওয়ান। দরকার হলে বালিশ বা কুশন দিয়ে শিশুর মাথা খানিকটা উঁচিয়ে রাখুন, যাতে শিশুর আরাম হয়।

ফিডারে দুধ খাওয়ানোর সময় শিশুর খাওয়ার মাঝে মাঝে বিরতি দিন, তাকে ঢেকুর তোলার সময় দিন, তা না হলে শিশু অস্বস্তি বোধ করবে এবং বমি করতে চাইবে।

ফিডারের নিপলের ওপরে ঢাকনা দিয়ে রাখুন
ফিডারের নিপলের ওপরে ঢাকনা দিয়ে রাখুন

ফিডার ও নিপল দুটিই পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ পাওয়া যায়। নিপল কখনোই খোলা রাখবেন না। ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে, নিপলের ওপরে ঢাকনা দিয়ে রাখুন।

ফিডার প্রতিদিন দুবার গরম পানিতে ফুটাবেন। জীবাণুমুক্ত করার জন্য ফিডার প্রথমে তরল সাবান, গুঁড়ো পাউডার বা ফিডার পরিষ্কারক তরল দিয়ে ব্রাশের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করুন। এরপর ফিল্টারের পানি বা ফুটানো ঠা-া পানিতে শেষবার ধুয়ে ঢাকনা লাগিয়ে রাখুন।

একসঙ্গে কয়েকটি ফিডার ব্যবহারে রাখুন
একসঙ্গে কয়েকটি ফিডার ব্যবহারে রাখুন

এক ফিডারেই বারবার দুধ খাওয়ালে তা পরিষ্কার রাখা মুশকিল। তাই একসঙ্গে কয়েকটি ফিডার ব্যবহারে রাখুন। একবেলা একটি ফিডারে দুধ খাওয়ালে পরের বেলা জীবাণুমুক্ত পরিষ্কার অন্য একটি ফিডারে দুধ খাওয়ান। প্রতিটি ফিডারের নিপল তিন থেকে চার মাস পরই বদলে ফেলুন। আর ফিডার ব্যবহার করুন সর্বোচ্চ এক বছর পর্যন্ত।

ফিডারের ব্রাশ ধুয়ে পানি শুকিয়ে রাখতে হবে। দুধের গন্ধ লেগে থাকলে তেলাপোকাও লাগতে পারে। ফিডার ও নিপলের ব্রাশ পরিষ্কার করার পর শুকিয়ে ঢাকনাওয়ালা বক্সে ভরে রাখুন। এতে পোকামাকড়ের ভয় থাকবে না।

ফিডার ও নিপল কেনার সময় ভালো কোম্পানি ও পণ্যের মেয়াদ দেখে কিনুন।

Back to top button